আব্দুর রাজ্জাকের জানাজায় মেয়র হিরন – আকতার ফারুক শাহীনকে অভিনন্দন ও দিপক কুমার গুহ’র মৃত্যুতে শোক

বরিশাল সংবাদদাতাঃ শেষ দেখাটা দেখার জন্য বিসিসি মেয়র শওকত হোসেন হিরন গতকাল ছুটে গিয়েছেন মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুর রাজ্জাকের জন্মস্থানে। সেখানে গিয়ে প্রখ্যাত রাজনীতিক রাজ্জাকের মরদেহের প্রতি শ্রদ্ধা জানিয়ে বরিশাল জেলা ও মহানগর আ’লীগের পক্ষে মরহুমের কফিনে পুষ্পার্ঘ অর্পণ করেন। গতকাল সকাল ১০টায় সড়ক পথে রওয়ানা হয়ে দুপুর সাড়ে ১২টায় আবদুর রাজ্জাকের জন্মস্থান শরিয়তপুরের ডামুড্যায় পৌঁছান মেয়র হিরন। বাদ যোহর সেখানে অনুষ্ঠিত তৃতীয় জানাজায় হাজার হাজার শোকাহত মানুষের সথে অংশ নেন মেয়র শওকত হোসেন হিরন। শরিয়তপুরের ডামুড্যায় পৌঁছে পূর্বে থেকে সেখানে অবস্থান করা আ’লীগ নেতা আমির হোসেন আমু, রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত, তোফায়েল আহমেদ, আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ, জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মীর শওকত আলী প্রমুখ জাতীয় নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং তাদের সাথে জানাজা পূর্ব সংক্ষিপ্ত স্মরণ সভায় যোগ দেন মেয়র হিরন।

এ সময় মেয়রের সাথে বরিশাল-১ আসনের সংসদ সদস্য এ্যাড. তালুকদার মো. ইউনুচ, মহানগর আ’লীগের যুগ্ম আহবায়ক এ্যাড. আফজালুল করিম, এ্যাড. একেএম জাহাঙ্গীর, এ্যাড. আনিচ উদ্দিন আহম্মেদ সহিদ, এ্যাড. লস্কর নূরুল হক, এ্যাড. কেবিএস আহম্মেদ কবির সহ জেলা ও মহানগর আ’লীগের বেশ কয়েকজন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর বাইরে বরিশাল সিটি কর্পোরেশনের কর আদায় শাখার সহকারী দিপক কুমার গুহ’র পরলোক গমনে বিসিসি মেয়র শওকত হোসেন হিরন, প্যানেল মেয়রবৃন্দ, কাউন্সিলরবৃন্দ, প্রধান নির্বাহী কর্মকর্তা নিখিল চন্দ্র দাস, চিফ এ্যাসের আবুয়াল মাসুদ মামুন সহ বিসিসির সকল কর্মকর্তা-কর্মচারী গভীর শোক প্রকাশ করেছেন। তারা প্রয়াতের আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

একই সাথে দৈনিক যুগান্তর’র বরিশাল ব্যুরো প্রধান এনটিভি’র বরিশাল প্রতিনিধি আকতার ফারুক শাহীন ইউনেস্কো-বন্ধু মিডিয়া ফেলোশিপ লাভ করায় বরিশাল সিটি কর্পোরেশেনের মেয়র শওকত হোসেন হিরন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাকে। এক অভিনন্দন বার্তায় মেয়র সাংবাদিক শাহীনের উত্তরোত্তর সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন।