কলাপাড়া সংবাদদাতাঃ কলাপাড়ায় বেসরকারি সংস্থা সংগ্রামের উদ্যোগে ‘ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রকল্প’ – নেসডেকের আওতায় সেলাই প্রশিক্ষনের উদ্বোধন ও সেলাই মেশিন বিতরন করা হয়েছে। হংকং সাংহাই ব্যাংক কর্পোরেশনের সহায়তায় সোমবার কলাপাড়া মহিলা কলেজ মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এসব বিতরন করা হয়। সংগ্রামের নির্বাহী পরিচালক চৌধুরী মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক খান ও কলাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.মো.ইমরুল ইসলাম, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আমানুল্লাহ, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন মাননু, সংগ্রাম পরিচালিত নীলগঞ্জ শিক্ষা কেন্দ্রের সভাপতি মো.সিদ্দিকুর রহমান ও প্রশিক্ষনার্থী শিরিনা আক্তার প্রমুখ। প্রসংগত কলাপাড়া উপজেলার নীলগঞ্জ, টিয়াখালী, ধানখালী ও চম্পাপুর ইউনিয়নের প্রতিবন্ধী ও ঝরে পড়া দরিদ্র পরিবারের ২৫ জন শিক্ষার্থীকে এই সেলাই মেশিন দেওয়া হয়েছে। এসব শিক্ষার্থীকে এক মাসের প্রশিক্ষনও দেওয়া হবে। এই সময়কালে তাঁরা ১২ ধরনের পোষাক তৈরী হাতে-কলমে শিখবে। তাছাড়া প্রশিক্ষণ শেষে যাতে এই কাজের মাধ্যমে সাবলম্বি হতে পারে তার জন্য পরবর্তি প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।