শাহীন হাসান, বরিশালঃ বরিশাল কারাগারে থাকা পুলিশ কনস্টেবলের জিম্মাদার না হওয়ায় জামিন মঞ্জুরে পরও কারামুক্ত হতে পারলো না পটুয়াখালী জেলা পুলিশেল সদস্য জসিম উদ্দিন। স্ত্রীর দায়ের করা মামলায় জেল হাজতে থাকা জসিমের গতকাল জামিন দেন বিচারক। বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মৃত্যুঞ্জয় মিস্ত্রীর আদালতে জসিমের জামিন আবেদন করা হলে দীর্ঘ শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে পটুয়াখালী জেলার সহকারী পুলিশ সুপার অথবা একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার জিম্মায় দশ হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করেন বিচারক। এ আদেশ দেয়ার পর আসামী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট আবদুল মান্নান মৃধা জামিনদারের স্বাক্ষর আনার জন্য পক্ষকে বলেন। জানা যায়, ঐ পুলিশ কনস্টেবলের পক্ষে আদালতের নির্দেশিত ব্যক্তিদের কেহই জামিনদার হতে চান না। এ বিষয়টি আইনজীবী সহকারী অবহিত করেন। যার ফলে আসামীর বেল বন দাখিল করা যায়নি। এতে করে জামিন পেয়েও কারাগার থেকে মুক্তি পায়নি উজিরপুর এলাকার বাসিন্দা, পটুয়াখালী জেলা পুলিশ সদস্য জসিম। সূত্র জানায়, উজিরপুর এলাকার জসিম উদ্দিনের বিরুদ্ধে তার প্রথম স্ত্রী নাছিমা বেগম বাদী হয়ে মারধরের অভিযোগে মামলা দায়ের করেন। ঐ মামলায় গত ২০ ডিসেম্বর আদালতে হাজিন হন জসিম। বিচারক ঐ দিনই তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। গতকাল জসিম জামিন আবেদন করলে বিচারক তার জামিন মঞ্জুর করেন। আসামী পক্ষে জামিনদার কোন পুলিশ অফিসার না হওয়ায় বেল বর্ন দাখিল করা হয়নি। এ জন্য জামিন পেলেও কারাগার থেকে বের হতে পারেননি জসিম উদ্দিন।