শাহীন হাসান, বরিশালঃ বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাসকারী ৫০ পরিবার উচ্ছেদের দ্বিতীয় নোটিশ পেয়ে আত্মাহুতি দেয়ার ঘোষণা দিয়েছে পরিবারগুলো। উচ্চ আদালতে দায়ের করা মামলার নিষ্পত্তি না হওয়া সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্টার কর্তৃক উচ্ছেদের নোটিশ দেয়ার এ সিদ্ধান্ত নিয়েছে সেখানে বসবাসকারী বাসিন্দারা।
তারা জানান, প্রস্তাবিত ৫০ একর জমির মধ্যে ১৫ একর জমিতে ৫০টি পরিবার রয়েছে। তাদেরকে উচ্ছেদ নোটিশ দেয়ার পূর্বেই বাংলাদেশের উচ্চ আদালথ রিট মামলা দায়ের করেন। এছাড়াও ঐ পরিবারের কোমলমতি ছেলেমেয়েরা বরিশালের বিভিন্ন স্কুল-কলেজে লেখাপড়া করে। বছরের শেষে চূড়ান্ত পরীক্ষার মধ্যে বসতবাড়ি নিয়ে ঝামেলা হওয়ায় লেখাপড়া চরমভাবে ব্যাহত হচ্ছে। এ যাবৎ পর পর দুই বার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্টার অতি উৎসাহী হয়ে বেআইনীভাবে উচ্ছেদের নোটিশ দিয়েছেন বলে দাবি করেছেন নোটিশপ্রাপ্ত পরিবারের সদস্যরা। তারা জানান, সুপ্রীম কোর্টে বিচারাধীন মামলা থাকায় বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইন উপেক্ষা করে আইনের দোহাই দিচ্ছে।
সারাদেশের মানুষ যখন শীত মোকাবেলায় দিশেহারা ঠিক সেই মুহূর্তে উচ্ছেদের নোটিশ মানবতার উপর চরশ আঘাত করার সামিল। তাদের দাবি আইনের দোহাই দিয়ে যেন আইনকে লঙ্গন করা না হয়। সেটা হলে তাদের আত্মাহুতি দেয়া ছাড়া আর কোন বিকল্প পথ থাকবে না।