বরিশাল সংবাদদাতাঃ বাংলাদেশ জামায়তে ইসলামী বরিশাল মহানগরীর উদ্যোগে শীতার্ত অসহয় গরীব মানুষের মঝে কম্বল বিতরণ করে। মহানগরী জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এ্যাড. মুয়াযয্ম হোসাইন হেলাল শীতার্থদের মঝে গতকাল বিকাল সাড়ে ৪ টায় মহানগরী কার্যালয়ে উপস্থিত সাধারণের হাতে কম্বল তুলে দেন। এসময় অন্যাণ্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারী মাওঃ মতিউর রহমান, অধ্যক্ষ জহির উদ্দিন মু বাবর, কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোয়াজ্জেম হোসেন হাওলাদার, মোঃ শহিদুল ইসলাম, শ্রমিক নেতা কামাল হোসেন প্রমূখ।
সমবেত সকলের উদ্দেশ্যে এ্যাড. হেলাল বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্রিয় ক্ষমতায় না থেকেও নিজেদের সাধ্যমত অসহায় মানুষের পাশে সবসময় দাড়াতে চেষ্টা করে। ইসলামী কল্যনমূখী সমাজ ব্যবস্থাই কেবলমাত্র মানুষের মৌলিক চাহিদা পুরণের গ্যারান্টি দিতে সক্ষম। কিন্ত এর ব্যাতিরেকে অন্য যে কোন পদ্ধতি সম্পূর্ণতঃ মানুষের কল্যানে কাজ করতে পারেনা বা পারেনি। এটা বারবার প্রমানিত হয়েছে। তাই জামায়াতে ইসলামী চায় একটি ইসলামী কল্যানমূখী রাষ্ট্র ব্যবস্থা। আপনারা যদি জামায়াতে ইসলামীকে গ্রহণ করেন তবে একদিন এদেশের মানুষ তাদের মৌলিক চাহিদার ন্যায্য হিস্যা পাবে বলে আমার বিশ্বাস। তিনি আরো বলেন, জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ এখন সরকারের পরিকল্পিত জুলুম ও মিথ্যাচারের স্বীকার হয়ে জালিমের বন্দিশালায় আটক আছে। তারা যদি আজ মুক্ত থাকতো তবে আমরা আপনাদের পাশে আরো বেশী করে দাড়াতে পারতাম। আপনাদের সকল প্রকার সুখে-দুঃখে অংশিদার থাকতে সক্ষম হতাম। সরকার জামায়াতে ইসলামীকে কোন ধরনের কর্মকান্ড পরিচালনা করতে দেয়না। আমাদের নিয়মতান্ত্রিক কর্মকান্ড সরকার বাধাগ্রস্থ করছে বিধায় আপনাদের দ্বারে দ্বারে গিয়ে আজ এ শীত বস্ত্র বিতরণ করতে পারিনাই। বাকশালী সরকার রাষ্ট্র চালাতে চরমভাবে ব্যর্থ হয়ে প্রতিপক্ষ দমন পীড়নের পথ বেছে নিয়েছে। একেরপর এক মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারের নামে জুলুমবাজ সরকার জামায়াতকে নেতৃত্ব শুণ্য করতে চায়। কিন্তু সরকারের এসব করতে গিয়ে তাদের অস্তিত্ব যে হুমকীর সম্মুখিন সেদিকে খেয়াল নেই। ফ্যাসিবাদী সরকারের অন্যায় কর্মকান্ডে দেশের মানুষ আজ বিক্ষুব্ধ হয়ে উঠছে। যেকোন সময় দেশে ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আর দেশে যদি কোন বিপরীত পরিস্থিতির সৃষ্টি হয় তবে তার দায়দায়িত্ব সম্পূর্ণ এ সরকারকে নিতে হবে। তাই সরকারকে বলতে চাই তাদের ফ্যাসিবাদী আচরণ থেকে ফিরে এসে আটককৃত জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দসহ সকল নেতাদের অবিলম্বে মুক্তি দিন। এবং অসহায় গরীব শীতার্থ মানুষের পাশে এসে দাড়ান।