ঝালকাঠি প্রতিনিধিঃ নলছিটি-বরিশালের সংযোগ কালিজিরা সেতুর ঢাল থেকে গত সোমবার রাতে পুলিশ অজ্ঞাত এক যুবকের(আনুমানিক ২৪) লাশ উদ্ধার করেছে। এলাকালাবাসী ওই দিন রাত সাড়ে ৮টার দিকে ব্রিজের ঢালে একটি চায়ের দোকানের পাশে মাথা ও হাত-পায়ে গুরুতর জখম ও রক্তাক্ত অবস্থায় অজ্ঞাতওই যুবককে দেখতে পায়। স্থানীয়রা পুলিশে খবর দিলে বরিশাল কোতয়ালী থানার পুলিশ সেখানে পৌছে তাকে উদ্ধার করে বরিশাল মেডিকেলে নিয়েযায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। তার পকেটে বরিশাল- ঝালকাঠি রুটের একটি টিকেট পাওয়া যায়। যাতে বাসের নম্বর ০০৪১ লেখা ছিল। এছাড়াও তার কাছে বাসায় নেওয়ার জন্য বাচ্চাদের কাপড় ও ফল ছিল। তার লাশ মর্গে রয়েছে।