কোন পথে এগুচ্ছে বরিশাল ছাত্রদলের রাজনীতি!

আহমেদ জালাল, বরিশাল ॥ বিএনপি’র দূর্গ বলে খ্যাত বৃহত্তর বরিশাল। আর সহযোগী সংগঠন ছাত্রদলের নেতা-কর্মীদের দক্ষিনের ছাত্র রাজনীতির কেন্দ্রবিন্দুও এই বরিশাল। এখন বরিশালে ছাত্রদলের রাজনীতি বলা যায় নিস্ক্রিয়। রাজপথ কাঁপানো অনেক ছাত্রনেতা পদ বঞ্চিত হয়ে নিরবে ক্ষোভ প্রকাশ করছে। কেউ কেউ অভিমানে রাজনীতির মাঠ থেকে দুরত্বে অবস্থান করে চলছেন।

কাঙ্খিত পদ থেকে বঞ্চিত ছাত্রনেতাদের মধ্যে রয়েছেন আমিনুল ইসলাম লিপন, ফজলুল বারী চয়ন, মাহমুদ বিল্লাহ। এছাড়া রয়েছেন আবু জাফর বাদল, তারেক আল ইমরান, রবিউল আলম শাহীন, মামুন মোল্লা, রাফসান আহমেদ জিতু, বিএম কলেজের মাসুম, সাজ্জাদ উল-হক-সজিব।

একাধিক সূত্র বলছে, এখানকার বিএনপি নেতাদের হস্তক্ষেপের কারনে এরা গুরুত্বপূর্ন পদ থেকে বঞ্চিত হচ্ছে। যদিও কাঙ্খিত পদ বঞ্চিতরা এখনও রাজপথের রাজনীতিতে সক্রিয় রয়েছে। দলীয় কিংবা সাংগঠনিক কর্মকান্ডে অংশ গ্রহন করছে নিয়মিত।

খুব শীঘ্রই গঠিত হতে যাচ্ছে বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের পূর্নাঙ্গ কমিটি। এজন্য পদ পেতে নেতাদের দৌঁড়ঝাপও লক্ষ্যনীয়। সূত্র বলছে, বিএনপি’র মধ্যকার অন্তদ্বন্দ্বের কারনেই এর আগে গঠিত ছাত্রদলের কমিটি সঠিকভাবে গঠন করা সম্ভব হয়নি। যার প্রমান নজরুল ইসলাম রাজনের আর্শিবাদপুষ্ট সাইফুল ইসলাম সুজন এবং এমপি মজিবর রহমান সরোয়ার গ্রুপের আশরাফুল ইসলাম রাকিবের মত অযোগ্যরাও পদ ভাগিয়ে নিতে সক্ষম হয়। ওদিকে ছাত্রদলের মাঝ থেকে দাবী উঠেছে যোগ্যদের সঠিক মূল্যয়নের।

এদিকে মাঠের রাজনীতিতে সক্রিয় ত্রিশের নিচের বয়স এরকম ছাত্রনেতাদের এবারের পূর্নাঙ্গ কমিটিতে মূল্যায়ন হওয়ারও আভাস মিলেছে। কেন্দ্র রাজপথের লড়াকুদের নিয়ে কমিটি গঠনে জোর দিয়েছে।