আগৈলঝাড়া সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় চিংড়ি মাছের ঘেড়ে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার মাছ নিধন। থানায় লিখিত অভিযোগ। লিখিত অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার বাকাল ইউনিয়নের আমবাড়ী গ্রামের গনেশ চন্দ্র বাড়ৈর ছেলে রতিকান্ত বাড়ৈর ১ একর ২০শতক ঘেড়ে গত বুধার রাতের অন্ধকারে দুঃস্কৃতিরা চিংড়ি ঘেড়ে বিষ প্রয়োগ করে প্রায় লক্ষাধিক টাকার চিংড়ি মাছ মেরে ফেলে। রথিকান্ত জানান, এর পুর্বেও দুইবার একই ঘেড়ে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে দুস্কৃতিকারিরা এ ব্যাপারে রথিকান্ত আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।