নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের উজিরপুর উপজেলার কুড়ালিয়া গ্রামের কলেজ ছাত্র ও ব্যবসায়ী স্বপন সমদ্দার হত্যাকান্ডের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশ অবশেষে জনসমুদ্রে পরিনত হয়েছে।
স্বপন হত্যাকান্ডের সাথে জড়িত সকল হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার পূর্বক ফাঁসির দাবি, পুলিশ কর্তৃক এলাকাবাসির বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসির উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিলো। কুড়ালিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বিক্ষোভ সমাবেশটি জনসমুদ্রে পরিনত হয়।
জল্লা ইউনিয়নের চেয়ারম্যান উর্মিলা বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উজিরপুর থানার অফিসার ইনচার্জ ওসি সুকুমার রায়, সাবেক ইউপি চেয়ারম্যান গৌরাঙ্গ লাল কর্মকার, হাবিবুর রহমান মল্লিক, সমাজসেবক সুকুমার রঞ্জন রায়, পরিমল বাইন, সুশীল বালা, মুক্তিযোদ্ধা জাকারিয়া আলম, আকরাম খান প্রমুখ। অনুষ্ঠিত সভায় জল্লা, হারতা, হাবিবুরসহ পাশ্ববর্তী ইউনিয়নের হাজার-হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।