নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে আজ শুক্রবার সকালে গৌরনদী বন্ধুসভার নব নির্বাচিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গৌরনদী বন্ধুসভার সভাপতি মোঃ বেল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন সরকারি গৌরনদী কলেজের সাবেক অধ্যক্ষ ও গৌরনদী প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা প্রফেসর নুর মোহাম্মদ, বিশিষ্ট সমাজ সেবক ও মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ, গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির, বরিশাল জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি টি.এম আলতাফ হোসেন, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী ক্রেডিট ইউনিয়নের সভাপতি পিটার এস রত্ন, গৌরনদী উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন, গৌরনদী শিশু একাডেমীর অধ্যক্ষ বাবুল সোম।
বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা ওয়ার্কস পার্টির সভাপতি মোঃ আব্দুর রব সরদার, গৌরনদী আল-হেলাল একাডেমীর প্রধান শিক্ষক মাওলানা আব্দুস সালাম, গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শক্তি বিশ্বাস, মুক্তিযোদ্ধা ও প্যারেড কমান্ডার আব্দুর রব, বন্ধুসভার সহসভাপতি মোঃ মনোয়ার হোসেন, ঝর্না দাস লাবনী, সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সবুজ, যুগ্ম সম্পাদক এইচ.এম সুমন, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিরুল ইসলাম প্রমূখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রখ্যাত সংগীত শিল্পী মোঃ ফিরোজ মিয়া ও গৌরনদী বন্ধুসভা ও শিশু একাডেমীর শিল্পীরা।