আগৈলঝাড়া সদরের গুরুত্বপুর্ন ব্রীজ সংস্কার না হওয়ায় শিক্ষার্থীসহ জনসাধারণ চলাচলে চরম দুর্ভোগ

সাইদুর রহমান স্বপন, আগৈলঝাড়া ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের গুরুত্বপুর্ন একটি ব্রীজ দীর্ঘ দিন ধরে সংস্কার না হওয়ায় শত শত ছাত্র-ছাত্রী সহ জনসাধারণের চলাচলের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দুই-একটি স্লাব মাঝে মধ্যে সংস্কার করা হলেও কিছুদিন যেতে না যেতেই স্লাব ভেঙ্গে ব্রীজটি চলাচলের অনুপযোগী হয়ে পরে। উপজেলা সদর হাট-বাজারের গুরুত্বপুর্ন এই ব্রীজটির স্লাব ভাঙ্গা থাকলেও কর্তৃপক্ষের যেন চোখেই পড়ছেনা। স্লাব ভাঙ্গা ব্রিজটি দিয়ে প্রতিদিন উপজেলা সদর শহীদ আ.রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ, দু’টি মাধ্যমিক বিদ্যলয় ও প্রাথমিক বিদ্যালয়ের শত শত ছাত্র-ছাত্রীরা জীবনের ঝুকি নিয়ে চলাচল করছে। ব্রীজটির বিভিন্ন স্থানে স্লাব ভেঙ্গে যাওয়ার ফলে প্রতিদিন ঘটছে ছোট খাটো দুর্ঘটনা। সপ্তাহে দু’দিন উপজেলা সদরের বাজারে হাট বসে। এসময় স্কুল,কলেজের ছাত্র-ছাত্রীসহ হাটে আসা জনসাধারনকে ব্রীজ দিয়ে চলাচল করতে হচ্ছে জীবনের ঝুকি নিয়ে। উপজেলার বিভিন্ন ফান্ট থেকে প্রতিবছর দায়সারা ভাবে সংস্কার করলেও কাজের মান নিম্ন হওয়ার কারনে কয়েকদিন যেতে না যেতেই তা ভেঙ্গে যায় বলে স্থানীয়রা জানান।