দেশকে পরনির্ভরশীল করার ষড়যন্ত্র চলছে -ডক্টর মঈন খান

খোন্দকার কাওছার হোসেন ॥ সরকার দেশের চেয়ে ভারতের স্বার্থকে প্রাধান্য দিচ্ছে বলে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আবদুল মঈন খান বলেছেন, ভারতের অগ্রহণযোগ্য পণ্য বাজারজাত করে বাংলাদেশকে পরনির্ভরশীল করার ষড়যন্ত্র চলছে। আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় এক মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি শ্যামা ওবায়েদের সভাপতিত্বে এ মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরী, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি নেতা ইসমাইল হোসেন বেঙ্গল, আবু নাসের মো. রহমাতল্লাহ ও ফরিদা ইয়াসমীন বক্তব্য রাখেন।

ডক্টর মঈন খান বলেন, ভারতের নিম্নমানের পণ্য অবাধে বাংলাদেশে আসছে। অন্যদিকে ভারত নন-ট্যারিফ ব্যারিয়ার বসিয়ে বাংলাদেশের পণ্য সে দেশে প্রবেশ করতে দিচ্ছে না। অথচ এ ব্যাপারে সরকারের কোনো উদ্যোগ নেই।