হিজলায় ট্রলার ডুবি : তরুনীর ভাসমান লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের হিজলায় ট্রলার ডুবির দুইদিন পর ঘটনাস্থল থেকে দেড় কিলোমিটার দুরে মেঘনা নদীর শাখা নদী মেমানিয়া থেকে এক তরুনীর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি। বৃহস্পতিবার লাশটি উদ্ধার করা হয়।

হিজলা থানার এসআই আনোয়ার হোসেন জানান, সকালে স্থানীয়দের দেয়া তথ্য মতে তিনি ঘটনাস্থলে গিয়ে তরুনীর লাশ উদ্ধার করেন। তরুনির বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। ধারণা করা হচ্ছে ট্রলার ডুবির ঘটনায় ওই তরুনীর মৃত্যু ঘটেছে। উদ্ধারকৃত তরুনীর লাশ ময়না তদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। এদিকে ট্রলার উদ্ধার বা ট্রলার চালক লোকমানের কোন হদিস পাওয়া যায়নি। বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে সকালে ঘটনাস্থল ত্যাগ করে।

গত মঙ্গলবার রাত ৮টায় হিজলার পুরাতন ঘাট এলাকায় ঢাকাগামী লঞ্চ এমভি কিং সম্রাটের ধাক্কায় যাত্রী বোঝাই ট্রলার শহিদ পরিবহন ডুবে যায়। স্থানীয় ইউপি মেম্বর মামুন জোমাদ্দার জানান, ট্রলারে থাকা যাত্রীদের মধ্যে ২৫জন ওই সময় সাতরে পাড়ে উঠতে সক্ষম হলেও ট্রলার চালকসহ ৫ যাত্রী নিখোঁজ থাকে। যাদের সন্ধান এখনও পাওয়া যায়নি।