রিপিটার মেরামত চলছে : ইন্টারনেটের গতি শ্লথ হতে পারে

তিনি জানান, এ ব্যাপারে আগে থেকেই প্রস্তুতি থাকায় বিটিসিএল ও আরো কয়েকটি প্রতিষ্ঠানের গ্রাহকদের ইন্টারনেট ব্যবহারে খুব একটা সমস্যা দেখা দেয়নি। তবে দু’একটি প্রতিষ্ঠানের গ্রাহকদের কিছুটা সমস্যা হতে পারে।
শ্রীলঙ্কার কাছে ভারত মহাসাগরে দক্ষিণ পূর্ব এশিয়া-মধ্যপ্রাচ্য-পশ্চিম ইউরোপ (সি-মি-উই)-৪ নামের সাবমেরিক ক্যাবল নেটওয়ার্কের একটি শাখা সংযোগের রিপিটার (একধরনের সংকেত বিবর্ধক) মেরামতের কাজ চলছে। এই সাবমেরিন ক্যাবলের সঙ্গে বাংলাদেশ সংযুক্ত রয়েছে।
এই মেরামতকাজ চলার সময় বাংলাদেশ সিঙ্গাপুর প্রান্ত (পূর্ব প্রান্ত) দিয়ে আন্তজার্তিক টেলিযোগাযোগ করবে। বাড়তি চাপ থাকার কারণে মাঝে মাঝে ইন্টারনেটের গতি কিছুটা শ্লথ হয়ে যেতে পারে।

Source : ibnewsonline.com