বরিশাল আইনজীবী সমিতির ভোটার হলেন প্রতিমন্ত্রী নানক

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়লেও অবশেষে ভোটার হলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী অ্যাডঃ জাহাঙ্গীর কবির নানক। এছাড়াও ভোটার হয়েছেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি অ্যাডঃ মোয়াজ্জেম হোসেন আলাল ও বিএম কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আলী আজগর ফকির। বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সভায় এই ৩ জনের ভোটার হওয়ার বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে।

এদিকে আগামি ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর অ্যাডঃ গিয়াস উদ্দিন কাবুল বলেন, এর আগে বকেয়া চাঁদার কারণে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ওই দুই জনকে চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। পরে বকেয়া চাঁদা দিয়ে তারা ভোটার হওয়ার আবেদন করেছিলেন। সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় আবেদন ৩টি অনুমোদন দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনার অ্যাডঃ মোখলেচুর রহমান বাচ্চু জানান, কার্যনির্বাহী কমিটি আবেদন ৩টি অনুমোদন করে নির্বাচন কমিশনের কাছে পাঠালে তাদের ভোটার হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে। সে ক্ষেত্রে তাদের ভোটাধিকার য়োগে কোনো বাধা থাকবেনা।

প্রসংঙ্গত, নির্বাচনী তফসিল অনুযায়ী গত ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু মাসিক চাঁদা বকেয়ার কারণে সমিতির সদস্য নানক, আলাল ও আলী আজগরের নাম ছিলনা ওই তালিকায়। এতে তোলপাড় সৃষ্টি  হয় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে।