‘বাংলাদেশের ইতিহাসে বর্তমান সরকার সবচেয়ে সমন্বয়ী’ -সৈয়দ আবুল হোসেন

কালকিনি সংবাদদাতা ॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, বাংলাদেশের ইতিহাসে বর্তমান সরকার সবচেয়ে বেশি সমন্বয়ী, সবকটি কাজ সকলের সমন্বয়ে করা হচ্ছে। আমিসহ মন্ত্রীসভার সকলেই প্রধানমন্ত্রীর সাথে প্রত্যেকটি কাজ সমন্বয় রেখে করে থাকি। শনিবার দুপুরে কালকিনি উপজেলা ডাসার এলাকার শেখ হাসিনা একাডেমী অ্যান্ড উইমেন্স কলেজের হলরুমে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেণ।

বর্তমান সরকারের মন্ত্রীসভায় কোন সমন্বয় নেই- শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের ব্যাপারে তিনি বলেন, এটা তার ব্যক্তিগত অভিমত। মন্ত্রীসভার সদস্যদের মধ্যে কোন কাজে সমন্বয় নেই এটা কেউ দেখাতে পারবে না। তাই এ ধরণের মন্তব্য থেকে সবাইকে বিরত থাকতে হবে। এর আগে মন্ত্রী তার এলাকার ডাসার পুলিশ তদন্ত কেন্দ্রে ২টি মটরসাইকেল ও একটি টিভি প্রদান করেণ। এ সময় তার সাথে ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভানেত্রী অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কেন্দ্রীয় কৃষকলীগের কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শাকিলুর রহমান সোহাগ তালুকদার, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মীর মামুনুর রশিদ, সেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য লিটন মোল্লা ও উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান হাওলাদার প্রমূখ।