গৌরনদী সংবাদদাতা ॥ ঢাকার বায়তুল মোকাররম মার্কেটের জুয়েলার্স ও চশমা ব্যবসায়ী মোঃ বাবুল বেপারীর গৌরনদী উপজেলার বাটাজোর গ্রামের বাড়িতে শনিবার গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা নগদ টাকা স্বর্নালংকারসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে। ডাকাতের হামলায় একজন আহত হয়েছে।
ব্যবসায়ী বাবুল বেপারী জানান, শনিবার রাত আনুমানিক দেড়টার দিকে ৭/৮ জনের মুখোশধারী সশস্ত্র ডাকাতদল গৃহের দরজা ভেঙ্গে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মূখে জিম্মি করে। ডাকাতরা ঘরের আলমিরা ভেঙ্গে নগদ ১৫ হাজার টাকা, সাড়ে পাঁচ ভরি স্বর্নালংকার, ৫টি মোবাইলসহ প্রায় চার লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতের হামলায় ব্যবসায়ীর ছোট ভাই পারভেজ রায়হান আহত হয়। এ ঘটনায় গৌরনদী থানায় একটি অভিযোগ দায়ের করা হযেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।