বরিশালে ১৪ দলের মানববন্ধনে নৌ-পরিবহন মন্ত্রীর অংশগ্রহন

নিজস্ব সংবাদদাতা ॥ সন্ত্রাস, নৈরাজ্য ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে শুক্রবার সকালে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সম্মুখে আওয়ামীলীগের নেতৃত্বাধীন ১৪ দলের উদ্যোগে বিশাল মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

সকাল ১০ টায় মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সভায় নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান-এমপি তার বক্তব্যে নগরবাসীর উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, বিএনপি আপনাদের কি দিয়েছে? নগরীর রাস্তায় রাস্তায় নোংরা পরিবেশ ও সন্ত্রাস। আওয়ামীলীগ দিয়েছে বর্তমান মেয়রকে। আর বরিশাল সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র শওকত হোসেন হিরন নির্বাচিত হবার পর নগরীকে করেছে আধুনিক নগরায়ন, রাস্তা ঘাট ঝকঝকে পরিস্কার এবং সন্ত্রসমুক্ত বরিশাল। শিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন-এমপি তার বক্তব্যে বলেন, চিহ্নিত যুদ্ধাপরাধী রাজাকারদের রক্ষা করতেই বিএনপি আগামি ১২ মার্চ ঢাকায় মহাসমাবেশের আহবান করেছে। যতো সমাবেশেই আহবান করুব না কেন তারা যুদ্ধপরাধীদের রক্ষা করতে পারবে না। মহাজোট সরকারের আমলেই যুদ্ধপরাধীদের বিচার হবে।

মানববন্ধন চলাকালে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের আহ্বায়ক ও বিসিসি মেয়র এ্যাডভোকেট শওকত হোসেন হিরন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। এ মানববন্ধনে জেলা ও মহানগর আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধালীগ, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল, যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামীলীগ নেতৃত্বাধীন ১৪ দলের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহন করেন।