নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গ থেকে শনিবার রাতে লাশ ছিনতাইকালে চার যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে ইমরান হোসেন, জোবায়ের ইসলাম, শাহরিয়ার হোসেন শাকির ও সাইফুল ইসলাম তুহিন।
হাসপাতালের লাশ বহন কাজে নিয়োজিত লাল মিয়া জানান, শনিবার সন্ধ্যায় গলায় ফাঁস দেয়া এক যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। ওই যুবককে ওইদিন রাতেই চিকিৎসকেরা মৃত বলে ঘোষনা করেন। লাশের ময়না তদন্তের জন্য হাপাতালের মর্গে রাখা হলে রাত আটটার দিকে তিন যুবক মর্গের তালা ভেঙ্গে লাশ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় ওই এলাকার কর্মরত পুলিশকে খবর দেয়া হয়। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন যুবককে আটক করে। এসময় অপর এক যুবক ওই তিন জনকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করলে তাকেও আটক করা হয়।
বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান জানান, বরিশাল সরকারি কলেজের ডিগ্রীর ছাত্র (স্থানীয়রা জানিয়েছে নেশাগ্রস্থ) মিঠুন দাস (২৮) শনিবার তার মায়ের কাছে টাকা চায়। কিন্তু মা টাকা না দেয়ায় মিঠুন অভিমান করে নির্জন ঘরের ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মিঠুন ট্রাফিক সার্জেন্ট মানিক দাসের পুত্র। পরিবারের সাথে নগরীর বিএম স্কুল রোড জলিল দেওয়ানের ভাড়া বাড়িতে তারা বসবাস করে আসছিলো। মিঠুনের লাশের ময়না তদন্তের জন্য মর্গে রাখা হলে তার (মিঠুনের) বন্ধুরা বিনা ময়না তদন্তে লাশ নিতে চায়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ লাশ দিতে না চাইলে তারা ভাংচুর শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই চারজনকে আটক করে।