নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল নগরীতে ১৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে অত্যাধুনিক বঙ্গবন্ধু অডিটোরিয়াম। ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রনালয় সিটি কর্পোরেশনকে এ অর্থ বরাদ্দ দিয়েছে। ফলে বরিশাল নগরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়িত হতে যাচ্ছে।
বিসিসি সুত্রে জানা গেছে, এ অডিটোরিয়াম নির্মানের জন্য নগরবাসীর দীর্ঘদিনের দাবি ছিলো। ফলশ্র“তিতে সিটি মেয়রের একান্ত প্রচেষ্টায় অডিটোরিয়াম ভবন নির্মানের প্রকল্পের অর্থ বরাদ্ধ দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রনালয়। খুব শিঘ্রই টেন্ডার পক্রিয়ার মাধ্যমে এ প্রকল্পের কাজ শুরু করা হবে। বিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা নিখিল চন্দ্র দাস জানান, এ প্রকল্পের অর্থ অনুমোদন হওয়ায় চলতি বছরের জুন মাসের মধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এ ব্যাপারে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র শওকত হোসেন হিরন বলেন, বিনোদন প্রিয় বরিশালবাসীর জন্য এটি খুব আনন্দের ব্যাপার। এ অডিটোরিয়াম নির্মান বরিশাল শিল্প ও সংস্কৃতির প্রসারের ক্ষেত্রে গুরুত্বপুর্ন ভুমিকা রাখবে। তিনি আরো বলেন, নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ বঙ্গবন্ধু অডিটোরিয়াম নির্মান করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত দেড় মাস পূর্বে এর ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন।