গৌরনদীতে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ ॥ কেন্দ্রীয় নেতাসহ আহত-১০

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলা ১৮ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিলে গতকাল রবিবার সকালে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে। পুলিশের সাথে বিএনপির নেতা-কর্মীদের ধস্তাধস্তির একপর্যায়ে পুলিশ মিছিলে বেপরোয়া লাঠিচার্জ করে। পুলিশের লাঠিপেটায় বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানসহ কমপক্ষে ১০ নেতা-কর্মী আহত হয়েছে।

গৌরনদী উপজেলা ১৮ দলীয় ঐক্য জোটের আহবায়ক ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন মিয়া জানান, কেন্দ্রীয় কর্মসূচীর অংশহিসেবে তারা রবিবার সকাল সাড়ে দশটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাদের শান্তিপূর্ণ মিছিলে বাঁধা দেয়। এসময় পুলিশের সাথে নেতা-কর্মীদের ধস্তাধস্তি শুরু হলে পুলিশ লাঠিচার্জ করে ব্যানার ছিনিয়ে নিয়ে যায়। পুলিশের বাঁধায় বিক্ষোভ মিছিলটি পন্ড হয়ে যায়। পুলিশের লাঠিচার্জে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, জাতীয়তাবাদী বাস্তুহারা দলের কেন্দ্রীয় সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শরীফ হাফিজুর রহমান টিপু, উপজেলা বিএপির সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন মিয়া, সহসভাপতি মঞ্জুর হোসেন মিলন, আনোয়ার সাদাত তোতা, বিএনপি নেতা বারেক মাঝি, সরোয়ার মোল্লা, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক রফিক চোকদারসহ ১০ নেতা-কর্মী আহত হয়।

অপরদিকে গতকাল রবিবার বিকেলে গৌরনদী পৌর বিএনপির সভাপতি এস.এম মনির-উজ জামান মনির, পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক গোলাম মোর্শেদ মাসুদের নেতৃত্বে একটি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান মিন্টুর নেতৃত্বে ত্রিধা বিভক্ত হয়ে আরেকটি বিক্ষোভ মিছিল ও পৃথক সভা অনুষ্ঠিত হয়েছে।