গৌরনদীতে জোরপূর্বক প্রবাসীর গাছ লুট

নিজস্ব সংবাদদাতা ॥ কাতার প্রবাসী সেলিম বেপারীর ৫০ হাজার টাকা মূল্যের একটি রেনট্রি গাছ জোরপূর্বক কেটে লুটপাট করে নিয়ে গেছে প্রতিপক্ষ মিন্টু দেবনাথ ও তার লোকজনে। পুলিশ কর্তনকৃত গাছের একটি অংশ জব্দ করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার দুপুরে বরিশালের গৌরনদী পৌর এলাকার সুন্দরদী মহল্লায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাঙ্গিলা গ্রামের বাসিন্দা ও কাতার প্রবাসী সেলিম বেপারী সুন্দরদী মৌজার বিভিন্ন দাগে সাড়ে ২১ শতক জমি ক্রয় করেন। সেলিমের ভাই জুয়েল বেপারী জানান, তার ভাই চাকুরির সুবাদে র্দীঘ ২০ বছর যাবত কাতারে বসবাস করছেন। এ সুযোগে সুন্দরদী গ্রামের মনোরঞ্জন দেবনাথের পুত্র মিন্টু দেবনাথ ও সঞ্জয় দেবনাথ তাদের ভাড়াটিয়া  লোকজন নিয়ে গতকাল রবিবার দুপুরে তার ভাইয়ের ক্রয়কৃত জমির ওপরের বিশাল আকৃতির একটি রেন্ট্রি গাছ জোড়পূর্বক কেটে নিয়ে যায়। খবর পেয়ে সে (জুয়েল) গাছ কাটায় বাঁধা দিলে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দেয়া হয়। পরবর্তীতে গৌরনদী থানার অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কর্তনকৃত গাছের আংশিক গাছ জব্দ করে।