বরিশালে দু’আওয়ামীলীগ নেতার দ্বন্দ্বের জের জগদ্বীশ সারস্বত স্কুল এন্ড কলেজে হামলা ॥ শিক্ষককে মারধর করে ফরম ছিনতাই

নিজস্ব সংবাদদাতা ॥ নগরীর জগদ্বীশ সারস্বত স্কুল এন্ড কলেজের সভাপতির পদ নিয়ে আ’লীগের দু’নেতার দ্বন্দ্বের জেরধরে সোমবার হামলা করে ভর্তি ফরম ছিনতাই ও এক শিক্ষককে মারধরের ঘটনা ঘটেছে। ওই প্রতিষ্ঠানের সাবেক সভাপতি সদর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ভিপি আনোয়ার হোসাইন অভিযোগ করে বলেন, একাদ্বশ শ্রেণীর ভর্তি ফরম বিতরনের জন্য তিনি উপস্থিত হলে সেখানে ১০/১২টি মটরসাইকেল নিয়ে সশস্ত্র ক্যাডার বাহিনী হামলা এ চালায়। তারা ওই প্রতিষ্ঠানের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক সাইফুল ইসলামকে মারধর করে এক হাজার ভর্তি ফরম ছিনতাই করে নিয়ে যায়। এসময় ভিপি আনোয়ার হোসাইনকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়। ভিপি আনোয়ার এ হামলার জন্য বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির আহবায়ক ও মহানগর যুবলীগের আহবায়ক নিজামুল ইসলাম নিজামকে দায়ি করেন।

সূত্রমতে, ওই স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতির পদ নিয়ে দীর্ঘদিন থেকে ভিপি আনোয়ার ও নিজামের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এ নিয়ে আদালতে মামলাও চলছে। বিদ্যালয় কর্তৃপক্ষ হামলা ও ফরম ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন।