গৌরনদী সংবাদদাতা ॥ অবশেষে বরিশালের গৌরনদী উপজেলা সদরের টিকাসার গ্রামে নির্মিত হচ্ছে অভি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বুধবার বিকেলে প্রধান অতিথি হিসেবে স্কুলের নির্মান কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন আ’লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ।
ভিত্তি প্রস্থর স্থাপন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ আলম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি, গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ, আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক। বক্তব্য রাখেন গৌরনদী বিআরডিবির চেয়ারম্যান মনির হোসেন মিয়া, যুদ্ধচলাকালীন সময়ের মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মুনসুর আহম্মেদ, অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষা অফিসার আব্দুল আজিজ প্রমুখ। সভার শুরুতে প্রধান অতিথি জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ অভি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন করেন।