বেড়ার মধ্যে বসবাস…

 

নিজস্ব সংবাদদাতা ॥ বসত ঘরের সম্মুখে প্রতিপক্ষের লোকজনে বাঁশের বেড়া দিয়ে আটকিয়ে দেয়ায় গত ৫দিন থেকে একটি পরিবার জিম্মি হয়ে পরেছে। এ ব্যাপারে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বেড়ার মধ্যে বসবাসজনপ্রতিনিধিদের কাছে ধর্ণা দিয়েও সুফল পায়নি অসহায় ওই পরিবারটি। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের দেওপাড়া গ্রামের।

জানা গেছে, ওই গ্রামের মৃত বিশ্বনাথ গাইনের পুত্র দিনমজুর সুভাষ চন্দ্র গাইন দীর্ঘদিন থেকে তার পৈত্রিক সম্পত্তিতে বসবাস করে আসছেন। সুভাষের বসত ঘরের সম্মুখের সম্পত্তির মালিক একই বাড়ির প্রভাবশালী রবীন্দ্র নাথ করাতী। অতিসম্প্রতি সুভাষের অন্যত্রর সম্পত্তি রবীন্দ্র নাথের নামে লিখে দেয়ার জন্য বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করা হয়। এতে রাজি না হওয়ায় গত ১৬ মে সকালে প্রভাবশালী রবীন্দ্র নাথ ও তার লোকজনে দিনমজুর সুভাষের বসত ঘরের সম্মুখে বাঁশের বেড়া দিয়ে আটকিয়ে দেয়। এতে করে গত ৫দিন ধনে দিনমজুর সুভাষের পুরো পরিবার জিম্মি হয়ে পরেছেন। অসহায় দিনমজুর সুভাষ প্রভাবশালীর রোষানল থেকে মুক্তি পেতে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।