নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের কাউন্সিল রবিবার সকালে আগৈলঝাড়ার জেলা পরিষদ ডাকবাংলোয় অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জগলুল হায়দার শাহিনের সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন সাবেক চীফ হুইপ ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ। কাউন্সিলে সভাপতি পদে সাবেক সভাপতি শাহ আলম হাওলাদার বিনা প্রতিদন্দ্বীতায় বাকেরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী থাকায় কাউন্সিলে ভোটের মাধ্যমে সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সেন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
স্বেচ্ছসেবকলীগের অনুষ্ঠিত কাউন্সিলে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি পারভীন তালুকদার, বরিশাল জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শহিদুল আলম মনির, বাকেরগঞ্জ পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, বাকেরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক, মানিক হোসেন মোল্লা। বক্তব্য রাখেন বাকেরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহ আলম হাওলাদার, জহিরুল ইসলাম সেন্টু, জাকির সন্যামত ও ইউপি চেয়ারম্যান মীর মোহাম্মদ মহসিন।