নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল নগরীর স্বরোডের মমতাজ মজিদুন্নেছা বালিকা বিদ্যালয়ের পিছনে গতকাল রবিবার দুপুরে ভয়াবহ অগ্নিকান্ডে চারটি বসত ঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। অগ্নিকান্ডে প্রায় বিশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্থ ঘরের মালিক সচীন দাস জানান, তার বাসার ভাড়াটিয়া সুনিল মিত্রের ঘর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে দুপুর একটায় দিকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশ্ববর্তী ভাড়াটিয়া অনিতা রাণী, বাবুল শীল ও দিনেশ সাহার ঘরে ছড়িয়ে পরে। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় ঘন্টাব্যাপী আপ্রান চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষনে ওই বসত ঘর চারটি সম্পূর্ণ ভস্মিভূত হয়।