নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল নগরীর লঞ্চঘাট থেকে আজ সোমবার সকালে ৩০ লক্ষ টাকা মূল্যের প্রায় ১১ লাখ গলদা চিংড়ির রেনু উদ্ধার করে কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়েছে।
র্যাব-৮ এর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে লঞ্চঘাট এলাকা থেকে দুটি ট্রাকে উঠানো ৭৪টি ড্রামের মধ্য থেকে প্রায় ১১ লাখ গলদা চিংড়ির রেনু উদ্ধার করে। পরবর্তীতে উদ্ধার করা রেনু নির্বাহী হাকিম সাদিকুর রহমানের উপস্থিতিতে কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়। এসব চিংড়ি পোনা ভোলা জেলার বিভিন্ন নদী থেকে সংগ্রহ করে বরিশাল হয়ে বাগেরহাট ও যশোরের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিলো।