নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল নগরীর প্যারাডাইস আবাসিক হোটেল থেকে সোমবার সন্ধ্যায় মামুন (২৬) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। কোতয়ালী থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।
জানা গেছে, গত ২৫ মে সন্ধ্যা সাতটার দিকে মামুন দু’দিনের ভাড়া পরিশোধ করে প্যারাডাইসের তৃতীয় তলার ৩১১ নং রুম ভাড়া নেয়। সোমবার সন্ধ্যায় হোটেল বয় আলম রুম পরিস্কার করতে গেলে ফ্যানের সাথে ঝুলন্তঅবস্থায় লাশ দেখতে পায়। পরে পুলিশ এসে অর্ধগলিত অবস্থায় মামুনের লাশ উদ্ধার করে। মামুন ঢাকার দক্ষিণ খান এলাকার আনছার উদ্দিনের পুত্র।