গৌরনদীতে জেলা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আজ

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল উত্তর জনপদের মহাকুমা ও ইতিহাস, ঐতিহ্য সমৃদ্ধ গৌরনদীতে জেলা বাস্তবায়নের দাবিতে আজ বৃহস্পতিবার বেলা এগারোটায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার বিকেলে গৌরনদী প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ২১ সদস্য বিশিষ্ট “গৌরনদী জেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ” নামে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটির আহবায়ক ও পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক জহুরুল ইসলাম জহির জানান, অতিসম্প্রতি জাতীয় সংসদের অধিবেশনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) নির্বাচনী এলাকার সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস গৌরনদী ও আগৈলঝাড়াবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি গৌরনদীকে জেলা ঘোষনা করার জন্য মহান সংসদে দাবি তোলেন। সে লক্ষ্যে তিনি (এমপি) গৌরনদীকে জেলা ঘোষনা করার বাস্তব যৌক্তিকতাও তুলে ধরেন। এরইমধ্যে গৌরনদী ও আগৈলঝাড়াবাসীর পক্ষে মাননীয় সংসদ সদস্যর এ দাবিকে প্রত্যাখান করে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র শওকত হোসেন হিরন বিভিন্ন গনমাধ্যমে গৌরনদীকে জেলা না করার জন্য বিবৃতী প্রদান করেছেন। মেয়র হিরনের এ বিবৃতীকে প্রত্যাখান ও অনতিবিলম্বে গৌরনদীকে জেলা ঘোষনা করার জন্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সংসদীয় কমিটির হস্তক্ষেপ কামনা করে জেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের উদ্যোগে আজ বৃহস্পতিবার মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করা হয়েছে। উক্ত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে গৌরনদী ও আগৈলঝাড়ার সর্বস্তরের জনসাধারন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য জেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সদস্য সচিব ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া অনুরোধ জানিয়েছেন।