নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল মহানগর ছাত্রলীগের ২৮টি ওয়ার্ড, ৪টি কলেজ ও ৪টি থানা কমিটি গঠনের একদিন পরেই বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। বিলুপ্ত কমিটি পুনঃবহালের দাবিতে বুধবার ছাত্রলীগের একাংশের নেতৃবৃন্দরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
সূত্রমতে, গত ২৯ জুলাই মহানগর ছাত্রলীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন তার অনুসারিদের নিয়ে বরিশাল মহানগরের ২৮টি ওয়ার্ড, ৪টি কলেজ ও মেট্রোপলিটনের আওতাভুক্ত ৪টি থানা কমিটি গঠন করেন। ঘোষিত কমিটিকে পকেট কমিটি ঘোষনা করে ওই কমিটি বাতিলের দাবিতে মহানগর ছাত্রলীগের সাধারন সম্পাদক অসিম দেওয়ানের নেতৃত্বে তার সমর্থকেরা নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। গত ৩০ জুলাই ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে গঠন করা কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। এর প্রতিবাদে গঠন করা কমিটি বহাল রাখার দাবিতে বুধবার বেলা বারোটার দিকে মহানগর ছাত্রলীগের সভাপতি মোঃ জসিম উদ্দিনের সমর্থকেরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।