নিজস্ব সংবাদদাতা ॥ এক বছরের শিশু কন্যার মাথার নিচে ওড়না দিয়ে বালিশ বানিয়ে দোলনায় ঘুম পারিয়ে পার্শ্বের বাড়িতে পানি আনতে গিয়েছিলেন মা কহিনুর বেগম। ওই ওড়না গলায় পেচিয়ে ফাঁস লেগে মর্মান্তিক মৃত্যু হয়েছে শিশু আরিফার। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় বরিশাল নগরীর উত্তর সাগরদী সিএন্ডবি রোড এলাকায়।
জানা গেছে, ওই এলাকার টাইলস্ মিস্ত্রি আরিফ সিকদারের এক বছরের শিশু কন্যা আরিফাকে দোলনায় রেখে ওড়না ভাজ করে মাথার নিচে বালিশ বানিয়ে ঘুম পরিয়ে পানি আনতে গিয়েছিলেন তার মা কহিনুর বেগম। পানি নিয়ে বাড়িতে ফিরে দেখতে পান শিশুটির গলায় ওড়না পেচানো। তাৎক্ষনিক তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্ত্যবরত চিকিৎসকেরা শিশু আরিফাকে মৃত বলে ঘোষনা করেন।