পয়সারহাট নদীতে গোসল করতে গিয়ে দু’শিশু নিখোঁজ

নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট নদীতে গতকাল রবিবার দুপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দু’শিশু নিখোঁজ হয়েছে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলে ও ডুবুরিরা অনেক খোঁজাখুজি করেও তাদের লাশ উদ্ধার করতে পারেননি। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এলাকাবাসি ও পারিবারিক সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার পশ্চিম বাগধা গ্রামের দিনমজুর জাহিদ গাইনের ৭ বছরের কন্যা খাদিজা, জাহিদের বোন সাহিদা বেগমের ৬ বছরের কন্যা জান্নাত ও বাগধা গ্রামের রুহি দাস শীলের ৭ বছরের পুত্র সঞ্জয় গতকাল রবিবার দুপুর সাড়ে বারোটার দিকে গোসল করার জন্য পাশ্ববর্তী পয়সারহাট নদীতে যায়। শিশু সঞ্জয় নদীতে নামার আগেই খাদিজা ও জান্নাত গোসল করার জন্য নদীতে নামে। মুহুর্তের মধ্যেই তারা (জান্নাত ও খাদিজা) নদীর পানিতে ডুবে যায়। এসময় শিশু সঞ্জয় ডাকচিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছুটে এসে পানিতে নেমে খোঁজাখুজি শুরু করে। পরবর্তীতে জেলে ও ডুবুরিদের দিয়ে খোঁজ করেও তাদের সন্ধ্যান পাওয়া যায়নি। নিখোঁজ শিশু জান্নাতের বাড়ি পাশ্ববর্তী সাতলা গ্রামে। সে ওই গ্রামের ব্যবসায়ী আবু হানিফের কন্যা। গত শনিবার মা সাহিদা বেগমের সাথে জান্নাত তার মামা জাহিদ গাইনের বাড়িতে বেড়াতে এসেছিলো। নিখোঁজ শিশুদের সন্ধ্যানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।