নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালে রবিবার (১২ আগস্ট) রাত থেকেই ছিলো টুপটাপ বৃষ্টি। সোমবারও ছিলো একটানা টুপটাপ বৃষ্টির দখলে। তাতে কি, ঈদের কেনাকাটা করতে তরুন-তরুনীদের বাসায় আটকে রাখতে পারেনি কালো মেঘের দখলে থাকা টুপটাপ বৃষ্টি। রেইনকোর্ট কিংবা মাথায় ছাতার আবরন দিয়ে তরুন-তরুনীরা নেমে পরেছে ঈদের কেনাকাটায়। বৃষ্টির মধ্যেও বিপণি-বিতানগুলোতে দেখা গেছে শেষ মুহুর্তের কেনাকাটার ব্যস্ততা। কিন্তু শ্রাবণের টুপটাপ বৃষ্টিতে ক্রেতাদের ভোগান্তি বেড়েছে কয়েকগুণ। তারপরও নিজের ও পরিবারের সদস্যদের জন্য ঈদের কেনাকাটা করতে যারা বেরিয়ে পরেছেন তাদের মুখে ছিল প্রশান্তির হাসি।
আবহাওয়া বৈরী হলেও বরিশালে কোন সতর্ক সংকেত নেই। তবে সমুদ্র কিছুটা উত্তাল এবং সমুদ্র উপকূলবর্তী এলাকায় রয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত। বরিশাল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, এখানে কোন সতর্ক সংকেত নেই। বেলা সাড়ে এগারোটা পর্যন্ত বরিশালের ৩৫ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।