নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের ছয় হাজার গ্রাহকের কাছ থেকে প্রায় চার কোটি টাকা হাতিয়ে নিয়েছে ভূয়া কোম্পানী সাভেরিন ইন্টান্যারন্যাশনাল লিমিটেডের কর্মকর্তারা। গ্রাহকদের কাছ থেকে প্রতারনার মাধ্যমে হাতিয়ে নেয়া টাকা ফেরত পেতে সোমবার সকালে বরিশাল নগরীতে মানবন্ধন করেছেন ভুক্তভোগী গ্রাহকেরা।
বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সম্মুখে অনুষ্ঠিত মানবন্ধনে বিক্ষুব্ধ গ্রাহকেরা কোম্পানীর বরিশালের দায়িত্বে থাকা ম্যানেজিং ডিরেক্টর মোঃ নাইমুল ইসলাম সুজনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একইসাথে বরিশালের ছয় হাজার গ্রাহকের কাছ থেকে প্রতারনার মাধ্যমে হাতিয়ে নেয়া চার কোটি টাকা ফেরত পেতে ভুক্তভোগী গ্রাহকেরা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।