নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৭ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। গতকাল বুধবার সকাল আটটায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সম্মুখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা ও মহানগর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা। পরে নগরীতে একটি শোকর্যালী বের করা হয়। সকাল সাড়ে নয়টায় অশ্বিনী কুমার টাউন হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি এ্যাডভোকেট সৈয়দ গোলাম মাসউদ বাবলুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি। বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি এ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, সৈয়দ দুলাল প্রমুখ। গৌরনদীতে র্যালী, আলোচনাসভা ও ইফতার মাহফিলের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এখানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস।