দেলোয়ার সেরনিয়াবাত ॥ মহান জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গত ১৫ আগস্ট আলোচনা সভা, মিলাদ মাহফিল ও ইফতার পার্টির আয়োজন করা হয়। সরকারি গৌরনদী কলেজ মসজিদ প্রাঙ্গনে গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহে আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ হারিছুর রহমান হারিছ, উপজেলা নির্বাহী অফিসার দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, গৌরনদী সার্কেলের এএসপি শাহেদ ফেরদৌস রানা, গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি আবুল কালাম। বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা কালিয়া দমন গুহ, এইচ.এম জয়নাল আবেদীন, আকবর হোসেন ফারুক, রাজু আহম্মেদ হারুন, জয়নাল খন্দকার, কবির হোসেন খান, আবু সাঈদ নান্টু, বিআরডিবির চেয়ারম্যান মিয়া গোলাম মনির, হাফেজ মাওলানা মোঃ নুরুল হক, পৌর কৃষকলীগের সভাপতি শাহজাহান বেপারী, যুবলীগ নেতা জামাল হোসেন বাচ্চু, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহাবুব আলম, সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সভাপতি সোহানুল ইসলাম মনির, সাধারন সম্পাদক জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া, সহসভাপতি লুৎফর রহমান দিপ প্রমুখ। শেষে ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও উপজেলার প্রত্যেকটি স্কুল-কলেজ, মাদ্রাসা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে পৃথক ভাবে নানা কর্মসূচী পালন করা হয়েছে।