ঈদকে সামনে রেখে মাদকে ছেয়ে গেছে গোটা বরিশাল – প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আবেদন

নিজস্ব সংবাদদাতা ॥ ঈদকে সামনে রেখে বিভিন্ন মাদকদ্রব্যে ছেয়ে গেছে গোটা বরিশাল অঞ্চল। মরন নেশা ফেনসিডিল, গাঁজা, বিদেশী মদ, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য যে কোনো মানুষ এখন হাত বাড়ালেই পাচ্ছে। র‌্যাব ও পুলিশ প্রশাসন মাদক ব্যবসায়ীদের একাধিকবার আটক করে বিচারের মাধ্যমে জেল হাজতে পাঠালেও আইনের ফাঁক ফোঁকর পেরিয়ে পূর্ণরায় মাদক ব্যবসায়ীরা জেলা থেকে বেড়িয়ে পুর্নরায় মাদক ব্যবসার কাজে নিয়োজিত হচ্ছে। বিশেষ করে গৌরনদীর রাজাপুর, ধানডোবা, নন্দনপট্টি ও নীলখোলা এলাকায় এক প্রভাবশালী ইউপি সদস্যর নিয়ন্ত্রনে বসে মাদকের হাট। বিভিন্ন এলাকা থেকে প্রকাশ্যেই মটরসাইকেলযোগে মাদকসেবীরা এসবস্থানে এসে মাদকদ্রব্য ক্রয় করে সেবন করছে। ফলে ক্রমেই যুব ও তরুন সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। তবে এসব মাদকদ্রব্য এখন বিক্রি হচ্ছে বিভিন্ন ছদ্মনামে। ফেনসিডিল বিক্রি হচ্ছে মবিল অথবা মধু নামে, মদ বিক্রি হচ্ছে বাংলা টাইগার, গাঁজা বিক্রি হচ্ছে শবজি ও ইয়াবা বিক্রি হচ্ছে গুট্টি হিসেবে।

খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে ওই মধু বা মবিল অর্থাৎ ফেনসিডিল ও ইয়াবা কিংবা গুট্টি, গাঁজা কিংবা সবজি বরিশালের আনাচে কানাচে দেদারছে বিক্রি হচ্ছে। এসব মাদকদ্রব্য এখন হাত বাড়ালেই পাওয়া যায়। অনুসন্ধানে জানা গেছে, বরিশালসহ বিভিন্ন উপজেলায় এসব মাদকদ্রব্যের সহজলভ্যতায় ধীরে ধীরে মাদকসেবীর সংখ্যা বেড়েই চলেছে। প্রতিদিন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঝুঁকে পড়ছেন বিভিন্ন ধরনের মাদকদ্রব্যে। ফলে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলেছে। এদিকে ঈদকে সামনে রেখে ইতোমধ্যে মাদক ব্যবসায়ীরা চোরাচালানীর মাধ্যমে ভারতের সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমান মাদকদ্রব্যের মজুদ করেছে।