নিজস্ব সংবাদদাতা ॥ স্বচ্ছ প্রক্রিয়ায় মাধ্যমে প্রকৃত ক্ষুদ্র কৃষক ও বর্গা চার্ষীদের মাঝে অগ্রনী ব্যাংক বরিশালের গৌরনদী শাখার উদ্যোগে ঋণ বিতরন করা হয়েছে।
মঙ্গলবার ঋণ বিতরন উপলক্ষে গৌরনদী অগ্রনী ব্যাংকের সভা কক্ষে ক্ষুদ্র কৃষকদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। অগ্রনী ব্যাংকের স্থানীয় শাখা ব্যবস্থাপক মোঃ আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশালের ডিডি গাজী নাসিমুজ্জামান, অগ্রনী ব্যাংক বরিশাল আঞ্চলিক কার্যালয়ের এসপিও খান মোহাম্মদ, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বক্তব্য রাখেন গৌরনদী অগ্রনী ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ লিয়াকত হোসেন, মোঃ আকবর আলী, মোঃ ইব্রাহিম হোসেন, শরীফ রোকনুজ্জামান, মোঃ হেমায়েত হোসন প্রমূখ।