নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাহেরচর গ্রামের চতুর্থ শ্রেনীর এক স্কুল ছাত্রীকে যৌণ হয়রানীর অভিযোগে গতকাল বৃহস্পতিবার মিলন (২৩) নামের এক বখাটে যুবককে ভ্রাম্যমান আদালত ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে।
পুলিশ জানায়, বাহেরচর গ্রামের চতুর্থ শ্রেনীর ছাত্রী রাবেয়া আক্তারকে (১১) দীর্ঘদিন থেকে যৌন হয়রানী করে আসছিলো পাশ্ববর্তী পশ্চিম ভূতেরদিয়া গ্রামের মিলন (২৩)। এ ঘটনায় স্কুল ছাত্রী রাবেয়া আক্তার বাবুগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে।
বৃহস্পতিবার সকালে পূনরায় ওই স্কুল ছাত্রী রাবেয়া আক্তারকে বখাটে যুবক মিলন যৌন হয়রানী করার সময় বাবুগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোঃ জিয়াউল আহসান মিলনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত বখাটে যুবক মিলনকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বেগম মোর্শেদা আক্তারের আদালতে সোর্পদ করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বখাটে মিলনকে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশের রায় ঘোষনা করেন। পুলিশ ওইদিন দুপুরেই বখাটে মিলনকে বরিশাল কারাগারে প্রেরন করেছে।