নিজস্ব সংবাদদাতা ॥ আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়ন পরিষদের সনামধন্য ইউপি সদস্য, বাগধা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ নুর হোসেন বাহাদুর (৬৫) সন্ধা ৬টায় বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লা… …রাজেউন)। মৃত্যুকালে স্ত্রী এক ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। আজ বাদ আছর মরহুমের জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, সাবেক চিফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ, সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, জনতা ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার বাবলু, বাগধা ইউপি চেয়ারম্যান ও আগৈলঝাড়া যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম বাবুল ভাট্টি প্রমুখ।