নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার তিনটি গ্রামের সাতটি পরিবারের আটজন সদস্যদের বিরুদ্ধে একটি মিথ্যে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। মিথ্যে মামলার আসামি হয়ে পুলিশের গ্রেফতার আতংকে অসহায় পরিবারের সদস্যরা এখন পালিয়ে বেড়াচ্ছেন। মিথ্যে মামলা থেকে রেহাই পেতে তারা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
গতকাল শুক্রবার সকালে উজ্জল বৈদ্যর দেয়া লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়ানের সরবাড়ি বাজারের ঔষধ ব্যাবসায়ী রিপন অধীকারির সাথে পূর্ব বিরোধের জেরধরে প্রতিবেশী পাকুরিতা গ্রামের উজ্জল বৈদ্যর গত ২৪ আগস্ট সন্ধায় বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। রিপন অধীকারি এ ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য তার ব্যবসায়ীক প্রতিষ্ঠানে হামলা চালিয়ে লুটপাট, চুরি, মারপিট ও ভাংচুরের অভিযোগ এনে প্রতিপক্ষ পাকুরিতা গ্রামের উজ্জল বৈদ্য, শিশির জয়ধর, উজ্জল সরকার, বিটু বৈদ্য, উজ্জল বৈদ্যর নিকট স্বজন জোবারপাড় গ্রামের সমীর হালদার, মিহির হালদার, অপুর্ব পান্ডে ও কোদালধেয়া গ্রামে প্রকাশ বালাকে আসামি করে আগৈলঝাড়ায় থানায় একটি মামলা দায়ের করেন।