নিজস্ব সংবাদদাতা ॥ “দ্বি-দলীয় মেরুকরনের বাহিরে বাম বিকল্প গড়ে তুলুন” শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বরিশাল মহানগর কমিটির সম্মেলন গতকাল শনিবার সকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হলে অনুষ্ঠিত হয়েছে।
বিমল মুখার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন মনীন্দ্রনাথ তালুকদার। বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুল ইসলাম লায়েক, বরিশাল জেলা কমিটি সম্পাদক অধ্যক্ষ আ.ক মোঃ মিজানুর রহমান, ডাঃ মোছাদ্দেক মাহমুদ গাজী প্রমুখ।