নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গড়িয়া গ্রামে শুক্রবার সকালে পানিতে ডুবে রাতুল (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রাতুল ওই গ্রামের মিজানুর রহমানের পুত্র।
জানা গেছে, খেলার ছলে রাতুল বাড়ির পাশ্ববর্তী খালের পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পর স্থানীয়রা খাল থেকে রাতুলকে উদ্ধার করে। প্রথমে তাকে উজিরপুর হাসপাতালে ও তাৎক্ষনিক বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাতুলের মৃত্যু হয়। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।