নিজস্ব সংবাদদাতা ॥ আগৈলঝাড়া উপজেলার পশ্চিম বাগধা গ্রামে শ্লীলতাহানির ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে হামলা ও সংঘর্ষে উভয়পক্ষের ৫জন আহত হয়েছে। গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকাল শুক্রবার সকালে থানায় মামলা দায়ের করার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, ওই গ্রামের সুবোধ ঘরামীর স্ত্রীকে একই এলাকার সুশীল শীলের পুত্র ইন্দ্রজিত শীল বৃহস্পতিবার সন্ধ্যা রাতে জোরপূর্বক ধর্ষনের চেষ্ঠা চালিয়ে ব্যর্থ হয়ে শ্লীলতাহানির করে। এসময় গৃহবধূর ডাকচিৎকার বাড়ির লোকজন এগিয়ে আসলে ইন্দ্রজিত শীল পালিয়ে যায়। ওইদিন রাতে সুবোধ ঘরামী বিষয়টি ইন্দ্রজিতের কাছে জানতে চাইলে উভয়ের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। শ্লীলতাহানির ঘটনায় গৃহবধূর স্বামী সুবোধ ঘরামী থানা মামলা দায়ের করেছেন।