নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারন সম্পাদক, সরকারি গৌরনদী কলেজ ছাত্রসংসদের সাবেক জিএস ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ আলাউদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে সহস্রাধিক নেতা-কর্মীরা শনিবার সকালে আনুষ্ঠানিক ভাবে আওয়ামীলীগে যোগদান করেছেন। আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর হাতে এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টির নেতা-কর্মীরা আ’লীগে যোগদান করেন।
এ উপলক্ষে সকাল এগারোটায় বরিশাল-ঢাকা মহাসড়কের পাশ্ববর্তী গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ্য ছাত্রলীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ নেতা আলহাজ্ব মোঃ শাহ আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আ’লীগের দপ্তর সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, জনতা ব্যাংকের পরিচালক ও জেলা আ’লীগ নেতা এ্যাডভোকেট বলরাম পোদ্দার, গৌরনদী পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ হারিছুর রহমান হারিছ, কেন্দ্রীয় যুবলীগ নেতা আতাউর রহমান আতা। বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ নেতা কালিয়া দমন গুহ, এইচ.এম জয়নাল আবেদীন, রাজু আহম্মেদ হারুন, গোলাম মনির মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলম, প্রচার সম্পাদক স্বপন হাওলাদার, সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক জুবায়েরুল ইসলাম সান্টু ভূইয়া, সহসভাপতি লুৎফর রহমান দিপ প্রমুখ।
সভার শুরুতে গৌরনদী উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারন সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ আলাউদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে জাতীয় পার্টির সহস্রাধীক নেতা-কর্মীরা আবুল হাসানাত আব্দুল্লাহর হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন।