নিজস্ব সংবাদদাতা ॥ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালী শেষে ছাত্রদলের এক গ্রুপের হামলায় অপর পক্ষের কমপক্ষে ৫জন আহত হয়েছে। শনিবার দুপুর একটার দিকে নগরীর সদর রোড এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সোহেল, ছাত্রদল নেতা মাহফুজ ও কর্মী সুহৃদকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মেহেদী হাসান সোহেল জানান, র্যালী শেষে তার অনুসারীদের নিয়ে সে সদর রোডের ফকিরবাড়ি মোড় এলাকায় দাড়িয়ে শুভেচ্ছা বিনিময় করছিলেন। এমন সময় নগরীর তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী ও ছাত্রদল কর্মী সাগর, দোলন, পিচ্চি সুমনসহ ১৫/২০ জনে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা সুহৃদের মাথায় ও মাহফুজের হাত এবং শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় মেহেদী হাসান সোহেলকেও পিটিয়ে জখম করা হয়।
কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান জানান, হামলার ঘটনাটি আমরা শুনেছি। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।