নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের মুলাদী উপজেলার নয়াভাঙ্গুলী নদীতে লঞ্চের ধাক্কায় সোমবার রাতে যাত্রীবাহী একটি ট্রলার নিমজ্জিত হয়েছে।
জানা গেছে, মুলাদী থেকে ঢাকাগামী এমভি মিতালী লঞ্চ মুলাদী থেকে হিজলা হরিনাথপুরগামী যাত্রীবাহী ট্রলারকে সোমবার রাত আটটার দিকে ধাক্কা দেয়। এতে ২৫ জন যাত্রীবাহী ট্রলারটি নিমজ্জিত হয়। নিমজ্জিত ট্রলারের ২৫ যাত্রীর মধ্যে একজন নিখোঁজ রয়েছে। বাকি ২৪ জন যাত্রীকে স্থানীয় নৌকা ও ট্রলার নিয়ে উদ্ধার করা হয়।