নিজস্ব সংবাদদাতা ॥ এক অসহায় পরিবারকে সহযোগীতা করার জন্য সরকারি ভাবে বরাদ্ধকৃত এক মাসের সম্মানি ভাতা উত্তোলন করে মঙ্গলবার সকালে তা তুলে দেয়া হয়েছে অসহায় ওই পরিবারের হাতে। বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন সরদারের এ মহতি উদ্যোগটি এলাকায় বেশ প্রশংসা কুড়িয়েছে।
জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মরহুম নুর হোসেন বাহাদুরের অসহায় পরিবারকে সহযোগীতা করার জন্য ভাইস চেয়ারম্যান জসিম সরদার তার এক মাসের সম্মানী ভাতার টাকা নুর হোসেন বাহাদুরের পুত্র আবুল বাশারের হাতে তুলে দেন। উপজেলা পরিষদ কার্যালয়ে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগধা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ইখতেখার হোসেন বক্তিয়ার, লিয়াকত আলী বাহাদুর প্রমুখ।