নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল নগরীর বান্দ রোড এলাকায় ডেসটিনি গ্রুপের নির্মানাধীন ভবনের অবকাঠামোর ভিতর থেকে ৩৫ বছরের অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টায় উদ্ধার বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করেন।
থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম কবির জানান, ডেসটিনির নির্মানাধীন ভবনের অবকাঠামোর ভিতরে একটি পুকুর রয়েছে। স্থানীয়রা ওই পুকুরে অজ্ঞাতনামা যুবকের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের মর্গে প্রেরন করেছে। এসআই গোলাম কবির আরো জানান, লাশের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।